হাফলং-শিলচর জাতীয় সড়কে ধস, ব্যাহত যাতায়াত

বিশেষ প্রতিবদক, হাফলং।
বরাক তরঙ্গ, ৩০ মে : ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক। হাফলং-শিলচর জাতীয় সড়কের জাতিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে পাহাড় থেকে জল পাহাড় ধসে নেমে আসায় এই জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়েছে। পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে জাতীয় সড়কটি সম্পূর্ণ নদীতে পরিণত হয়ে পড়েছে। রাস্তার উপর দিয়ে জল বইছে বিপদজনক ভাবে। ডিমা হাসাও পুলিশ ওই সব অংশে আটকে পড়া যাত্রী ও যানবাহন গুলিকে ঠেলে পারাপার করছেন। বর্তমানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক। বিশেষ করে এই ভারি বর্ষণের সময় রাতের বেলা এই পথ দিয়ে যানবাহন চলাচল করলে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা রয়েছে। যে কোনও মূহুর্তে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে যানবাহন তালিয়ে নিয়ে যেতে পারে।
এদিকে, ডিমা হাসাও জেলাপ্রশাসন জেলা দুর্যোগ প্রশমন বিভাগ হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে জাতিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে শুক্রবার রাত ৮ টা থেকে ২ জুন পর্যন্ত সব ধরণের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাছাড়া ডিমা হাসাও জেলার জেলা কমিশনার তথা দুর্যোগ প্রশমন বিভাগের চেয়ারম্যান সীমান্তকুমার দাস ৩১ মে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছেন।

এদিকে, পাহাড়ি জেলাতে প্রবল বর্ষনের দরুন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ রোধে লোক নির্মাণ বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, জলসেচ ও ভূমি সংরক্ষণ ও পশুপালন বিভাগের ফিল্ড স্টাফদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।