রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন

রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন

৩ এপ্রিল : রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চিঠিতে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বুধবারই রাজ্যসভায় শেষ দিন মনমোহনের। এই দিনই সংসদে ৩৩ বছর পূর্ণ হবে মনমোহনের। আবেগঘন খাড়গে বলেছেন, ‘‌একটা যুগের অবসান হল। আপনি সকলের কাছেই হিরো হয়ে থাকবেন।’‌ এক্স হ্যান্ডলে চিঠিটি শেয়ারও করেছেন খাড়গে।

খাড়গে আরও লিখেছেন, ‘‌সক্রিয় রাজনীতি থেকে আপনি অবসর নিচ্ছেন ঠিকই, কিন্তু আমি আশাবাদী আপনি জ্ঞানের কণ্ঠস্বর হয়ে থাকবেন। যখনই সম্ভব হবে দেশের নৈতিকতার মাপকাঠি দেশবাসীর কাছে তুলে ধরবেন। আপনার সুস্থ, শান্তিপূর্ণ জীবন কামনা করি।’ এরপরই খাড়গে কিছুটা কটাক্ষের সুরে বলেছেন, ‘‌বর্তমান সময়ের যে নেতারা আপনার কর্মকাণ্ড নিয়ে কাটাছেঁড়া করেন, তাঁরা পক্ষপাতিত্বের কারণে আপনাকে স্বীকৃতি দিতে চান না। আপনি দেশ ও দেশের মানুষের জন্য যা করেছেন, তা স্পর্শ করার সাধ্য কারও নেই।’ পাশাপাশি খাড়গে এটাও বলেছেন, মনমোহন সিংয়ের আমলেই ১০০ দিনের কাজের প্রকল্পের শুরু হয়েছিল।

Author

Spread the News