মৃণাল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ প্রাক্তন মন্ত্রী রাজেন গোঁহাই

বরাক গরঙ্গ, ৭ জুন : গৌরব গগৈকে মৃণাল শইকিয়ার অভিনন্দন জানানো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মন্ত্রী রাজেন গোঁহাই। বৃহস্পতিবার নগাঁও শহরের তিলকডেকাস্থিত বাসভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ফলাফল ঘোষণার পর ভোটের পরিনাম দেখে দুই এক জন কর্মকর্তা তাদের বক্তব্য প্রকাশ করেছেন এতে কেউ দলের শত্রু হিসেবে মন্তব্য করেননি।

একইভাবে খুমতা কেন্দ্রের বিধায়ক মৃণাল শইকিয়া যোরহাট লোকসভা কেন্দ্রের জয়ী কংগ্রেস প্রার্থী গৌরব গগৈকে অভিনন্দন জানানো এটি একটি শিষ্টাচারের মধ্যে পড়ে। সৌজন্যমূলক কাউকে সম্ভাষণ জানানো অসমের সংস্কৃতি। সেই হিসেবে মৃণাল শুভেচ্ছা জানিয়ে কোনও খারাপ কাজ করেননি। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কথাগুলো অত্যন্ত আঘাত পেয়েছেন বলে তিনি জানান। প্রাক্তন মন্ত্রী বলেন, তিনি যদি রকিবুল হোসেনকে সামনে পান তাহলে অভিনন্দন জানাবো না, অভিনন্দন জানানো হচ্ছে আমাদের শিষ্টাচার।তিনি এও বলেন, দলের আদর্শগত সবাই আলাদা কিন্তু কেউ কারও শত্রু নয়। তিনি এও বলেন, মৃণাল শইকিয়া, সিদ্ধার্থ ভট্টাচার্য এবং তিনি নিজে পরিযায়ী পাখি নয়। অন্যকে শ্রদ্ধা বা সম্মান জানানো অসমের সংস্কৃতি। আর সে কাজ মৃণাল শইকিয়া করেছেন। প্রাক্তন মন্ত্রী এও বলেন, বহু কষ্টে দলটি অসমে গড়ে তোলা হয়েছে। অসমবাসী দলের আদর্শ ও দর্শন গ্রহণ করে দলকে এগিয়ে নিয়ে যান তখনই সুবিধা নিতে সর্বানন্দ সোনোয়াল দলে যোগ দেন এবং মুখ্যমন্ত্রী হন। একইভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রেও যোগ।

Author

Spread the News