লক্ষীপুরে প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার মৃত্যুবার্ষিকী পালন

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : লক্ষীপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন প্রভাবশালী মন্ত্রী প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার মৃত্যুবার্ষিকী পালন করা হল। রবিবার সকাল ১০ টায় তাঁর পয়লাপুলস্থিত বাড়িতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সর্বপ্রথমে তাঁর ছেলে তথা লক্ষীপুরের প্রাক্তন বিধায়ক এবং আসাম চা নিগমের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং তারপর একে একে আই. কান্ত সিংহ, বিক্রম গোয়ালা, লক্ষীপুর পুরসভার উপ-পুরপতি রবীন্দ্র সিংহ, শ্রীযুক্ত পিন্টু লাল রায়, নেহেরু কলেজের অধ্যাপক ড. শুভজিৎ চক্রবর্তী, রবীন্দ্র রায়, ড. ইন্দ্রনীল দে, আর কে সানাহাল সিংহ, গৌতম রুদ্র পাল, লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবব্রত পাল, কোষাধ্যক্ষ রঞ্জিত দে, গঙ্গা প্রসাদ কর্মকার, লক্ষীপুর পুরসভার প্রাক্তন ওয়ার্ড কমিশনার মান্না দে, ওয়ার্ড কমিশনার অমিত দাস, বাপ্পা সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং পুষ্পার্ঘ্য করার পর প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার আত্মার উদ্দেশ্য এক মিনিট নীরবতা পালন করা হয়‌। এরপর তাঁর কর্মজীবনের উপর আলোকপাত করেন আই কান্ত সিংহ, বিক্রম গোয়ালা, নেহেরু কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. শুভজিৎ চক্রবর্ত, শিক্ষক গৌতম রুদ্র পাল‌ এবং রাজদীপ গোয়ালা।‌

Author

Spread the News