নির্বাচনী প্রচারে হৃদরোগে আক্রান্ত প্রাক্তন গৃহ মন্ত্রী তথা প্রার্থী, মৃত্যু

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : মেঘালয়ের প্রাক্তন গৃহমন্ত্রী এইচডিআর লিংডোর মৃত্যু। এইচডিআর লিংডোও আসন্ন নির্বাচনে প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচার সভায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লিংডো।

সোমবার নির্বাচনী প্রচার চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হলে প্রাক্তন মন্ত্রী লিংডোকে শিলংয়ের বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

লিংডো পূর্ব খাসি পাহাড়ের সোহিয়ং আসনে  ইউডিপি প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, মুকুল সাংমার নেতৃত্বাধীন মেঘালয়ে কংগ্রেস সরকারের সময় লিংডো গৃহমন্ত্রী ছিলেন। তিনি প্রথম ১৯৮৮ সালে হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Author

Spread the News