সোনাইয়ে হেরোইন সহ প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৯ মে : হেরোইন সহ সোনাই নতুন রামনগরের প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গুলাম আজাদ বড়ভূইয়া (টিঙ্কু) কে গ্রেফতার করল সোনাই পুলিশ। বৃহস্পতিবার  সকালে প্রায় ৬ টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিনগর রোডের তুলাগ্রাম প্রথম খণ্ড থেকে আটক করা হয়। তার AS 11 AB 7330 নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি প্লাস্টিকের সাবান কেস উদ্ধার করা হয়েছে।  সাবান কেস থেকে ৬০.০২ গ্রাম হেরোইন উদ্ধার করে সোনাই পুলিশ। এর আগেও গুলাম আজাদ মণিপুর, মিজোরাম সহ বিভিন্ন পুলিশের হাতে ধরা পড়েছিলেন।

সোনাইয়ে হেরোইন সহ প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী গ্রেফতার
Spread the News
error: Content is protected !!