আবুল কালাম বাহারের স্মৃতিচারণ ও সর্বধর্ম প্রার্থনা সভা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ মে : বিশিষ্ট সমাজকর্মী তথা দোবাগ গ্রামের প্রয়াত আবুল কালাম বাহারের স্মৃতিচারণ ও সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় বুধবার। স্থানীয় ওকে ওমনিসিয়েন্ট ইংলিশ স্কুলে এদিন সর্বধর্ম সমন্বয়ের অসম-ত্রিপুরা ইন্টারস্টেট কার্যালয়ে সর্বধর্মীয় প্রার্থনা করা হয়। স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন আমরা বাঙালির ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য গোপালকৃষ্ণ দেব, আল-হিলাল পত্রিকার সম্পাদক মওলানা আবু নসর আব্দুর রউফ, নাগাহরটিং পুংশক, কুর্তি হাইয়ার সেকেন্ডারী স্কুলের অধ্যক্ষ কাজি আব্দুল কাইয়ুম, মওলানা আব্দুল্লাহ হুস্সামি, ডাঃ নজরুল ইসলাম, মাওলানা রিয়াজ উদ্দিন আলজলিলি, সুজিয়ারা বেগম চৌধুরী, মওলানা সাহাব উদ্দিন। প্রার্থনা সভায় বাইবেল পাঠ করেন খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি ব্লেটিশকেম্বর খংলাম, গীতা পড়ে শোনান গোপাল কৃষ্ণ দেব, কোরান তেলাওয়াত করেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, অন্তিম মোনাজাত করেন মাওলানা আবু নসর আব্দুর রউফ।

আবুল কালাম বাহারের স্মৃতিচারণ ও সর্বধর্ম প্রার্থনা সভা

অনুষ্ঠান শেষে আবুল কালাম বাহারের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখিল সিনহা, হোসেন আহমদ, রুহুল আহমেদ, বিভাষ দাস, ফখরুল ইসলাম, একমান উদ্দিন, ডালিনা মুকহিন, রেজাউল আহমেদ, ইকবাল হোসেন, অনিমা রায়, সাতি জামাতিয়া, হামিদ হোসেন, ইসলাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান দুটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

আবুল কালাম বাহারের স্মৃতিচারণ ও সর্বধর্ম প্রার্থনা সভা

Author

Spread the News