ভুয়ো জমি নথি : কামরূপ মেট্রো ডিসি অফিসের প্রাক্তন প্রধান সহকারী গ্রেফতার

বরাক তরঙ্গ, ৮ মার্চ : ক্রাইম ব্রাঞ্চ বৃহস্পতিবার রাতে গুয়াহাটির বামুনিমৈদামে অভিযান চালায়।অভিযানে কামরূপ মেট্রো কমিশনারের অফিসের প্রাক্তন প্রধান সহকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রধান সহকারীর নাম শরিফ উদ্দিন আহমেদ।

জমির দলিল জালিয়াতির মামলায় শরিফ উদ্দিন আহমেদ গ্রেফতার হন। বামুনিমৈদমের ভাস্কর নগর থেকে গ্রেফতার করা হয়েছে।

ভুয়ো জমি নথি : কামরূপ মেট্রো ডিসি অফিসের প্রাক্তন প্রধান সহকারী গ্রেফতার

শরিফ উদ্দিন আহমেদ জাল দলিল দিয়ে জমি রেজিস্ট্রি করেন।জনগণের নাম বিবেচনা করে মতামত তৈরি করা হয়

শরিফ উদ্দিন আহমেদ জাল দলিল দিয়ে জমি রেজিস্ট্রি করেন। মৃত ব্যক্তির নাম ব্যবহার করে জাল জমি বিক্রির দলিল তৈরি করা।অ্যাডভোকেট জাকির ওজার সহযোগিতায় জাল নথি তৈরি করেন।

ক্রাইম ব্রাঞ্চে নথিভুক্ত একটি মামলার ভিত্তিতে গ্রেফতার। ক্রাইম ব্রাঞ্চ দু’জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শরিফ উদ্দিন দেড় বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন।

Author

Spread the News