আসাম বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিলচর শাখার নয়া কমিটি গঠন

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : আসাম বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশন, শিলচর শাখার দ্বিবার্ষিকী সাধারণ সভা মেহেরপুর অবস্থিত সংস্থার নিজস্ব অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিধুভূষণ দেবে। সভার প্রারম্ভে সংস্থার ৭৮ বয়স অতিক্রান্ত ৭ জন সদস্যদেরকে উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। তারপর নির্দিষ্ট সূচি অনুযায়ী শুরু হয় সভার কাজ। সংস্থার বিগত দুই বছরের কাজকর্মের খতিয়ান সহ আয় ব্যয়ের হিসেব সভায় উপস্থাপন করেন সম্পাদক পল্লবকান্তি চৌধুরী ও কোষাধ্যক্ষ সন্তোষ চক্রবর্তী।

সভায় বিস্তৃত আলোচনা পর কিছুটা সংশোধন ও সংযোজন সহ অনুমোদন জানানো হয়। তৎসঙ্গে নিম্নলিখিত দাবি সনদ সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয়। বিগত ২০১৭ সালে পে রিভাইজ কমিটির রিপোর্ট অনুযায়ী পেনশনার্সদের দীর্ঘদিনের দাবি সনদের অনেকটাই গুরুত্বপূর্ণ দাবি কার্যকরী করার নির্দেশ থাকা সত্ত্বেও বোর্ড কর্তৃপক্ষ আজ পর্যন্ত সেগুলো পূরণ করেনি, তাই অবিলম্বে এই ন্যায্য দাবি সমূহ পূরণ করার পুনরায় দাবি জানানো হয়। সভা শেষে সংস্থার নয়া সভাপতি বর্তমান কমিটিকে বাতিল ঘোষণা করেন। আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের দায়িত্ব সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্মলকুমার দাসকে সভাপতি (রিটার্নিং অফিসার) এবং সহযোগিতা করার জন্য অভিজ্ঞ বরিষ্ঠ সদস্য সুধীর রঞ্জন দাশগুপ্তকে সহযোগিতা করার জন্য দায়িত্ব দেওয়া হয়। সভায় সব সদস্যের সম্মতিক্রমে নিয়ে আগামী দুই বছরের জন্য সংস্থার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি বিধুভূষণ দেব ও সম্পাদক পদে পল্লবকান্তি চৌধুরী বহাল রয়েছেন। সহসভাপতি হন কাঞ্চন চক্রবর্তী। সহ সম্পাদক দেবদাস সিনহা, কোষাধ্যক্ষ মলয় ভট্টাচার্য।

এ ছাড়া কার্যকরী সদস্যরা হলেন শেখর রায়, সুশীল চন্দ্র দেব, হারাণচন্দ্র পাল, দীপক দাসগুপ্ত, মহিমচন্দ্র দাস, তপন চক্রবর্তী, সমীরণ আচার্য, অসীম দেব, প্রেমরতন মজুমদার ও তপন রায়। এ দিনের সভায় বিশিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বলিষ্ঠ সদস্য সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা যতীন্দ্রচন্দ্র দাস, সংস্থার জোনাল কমিটির সম্পাদক তাপস আয়ান, কেন্দ্রীয় কমিটির সদস্য পুষ্পেন্দু দত্ত, কৃষ্ণপদ দেব, রজত দাস প্রমুখ। সভায় প্রস্তাব নেওয়া হয় যে, বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ এর প্রতিবাদী আন্দোলনকে সমর্থন জানিয়ে কর্মসূচিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, স্মার্ট মিটারের ত্রুটি বিচ্যুতি গুলি সংশোধন না হওয়া পর্যন্ত ওই সব মিটার প্রতিস্থাপন করা থেকে বিরত থাকার দাবি আরও জোরদারভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তোলে ধরতে হবে ও সংস্থার সদস্যদের কে ফ্রি ইলেক্ট্রিসিটি প্রদান করা অথবা বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা অবিলম্বে করতে হবে।

Author

Spread the News