শিলচরে শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি গঠন

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : ভারতের স্বাধীনতা আন্দোলনের বীরাঙ্গনা, ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম শহিদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আজ শিলচরের পেনসনার্স ভবনে অনুষ্ঠিত একটি সভায় গৌরী দত্ত বিশ্বাসকে সভাপতি ও দুলালী গাঙ্গুলিকে সম্পাদক মনোনীত করে ২৮ সদস্য বিশিষ্ট ‘শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, কাছাড়’ গঠন করা হয়। সিহাব উদ্দিন আহমেদ, অধ্যাপক সুমিতা ঘোষ, সুব্রতচন্দ্র নাথ কর্তৃক পরিচালিত সভায় বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সুকল্পা দত্ত, অধ্যাপক স্মৃতি পাল, হিল্লোল ভট্টাচার্য।

তারা বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর শহিদেরা জাতি, ধর্ম, ভাষা, বর্ণের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যে লড়াই করেছিলেন আজ সেই চেতনাকে ধ্বংসের প্রচেষ্টা চলছে। তাই কনকলতার জন্ম শতবর্ষ ২০২৩ এর থেকে ২২ ডিসেম্বর থেকে ২০২৪ এর ২২ ডিসেম্বর পর্যন্ত বর্ষব্যাপী উদযাপনের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনের চেতনাকে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করা হবে।

শিলচরে শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি গঠন

কমিটির পক্ষ থেকে শতবর্ষ উদযাপনের সূচনায় আগামী ২২ ডিসেম্বর শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শোভাযাত্রা শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে সকাল ৮ টায় শুরু হবে। শোভাযাত্রায় সমিতির পক্ষ থেকে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।

Author

Spread the News