বন সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে গুয়াহাটিতে গণ অভিবৰ্তন
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : বন সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির আসাম শাখার আহ্বানে এক গণ অভিবৰ্তন অনুষ্ঠিত হয়। রবিবার গুয়াহাটির বিষ্ণু নিৰ্মলা ভবনে অনুষ্ঠিত গণ অভিবৰ্তনে সাম্প্রতিককালে বৃক্ষ ও বন ধ্বংসের ফলে সৃষ্ট পরিবেশগত বিপদ, বন সংরক্ষণ অধিনিয়ম ২০২২ এবং বন সংরক্ষণ সংশোধনী আইন, ২০২৩ বাতিল করা, ২০০৬ সালের বন অধিকার আইন (FRA ) সঠিক ও পূৰ্ণ রূপে প্ৰয়োগ করা, জনজাতি-আদিবাসী ও পরম্পরাগতভাবে বনবাসী মেহনতী মানুষের বৰ্তমান বেহাল অবস্থা নিরসনের দাবিগুলো তুলে ধরা হয়। অভিবর্তনে বরাক উপত্যকার তিন জেলা থেকেও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুধনৈ কলেজর প্ৰাক্তন অধ্যাপক চন্দ্ৰলেখা দাস অভিবৰ্তনে মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বম্বৰ মুড়া, জে বি ল কলেজের অধ্যাপক জুরি গোস্বামী প্রমুখ বক্তব্য রাখেন। তিন জন বক্তাই বিশ্ব উষ্ণায়নের ফলে জীব জগত কী ভয়াবহ সংকটের সম্মুখীন হয়েছে তা বিষদ আকারে ব্যখ্যা করেন।

বক্তারা কর্পোরেটদের স্বাৰ্থে প্ৰনয়ণ করা বন সংরক্ষণ সংশোধনী আইন, ২০২৩ বাতিলের দাবি জানিয়ে বলেন, কেন্দ্ৰীয় সরকার এই আইন প্রণয়ন করে বন জঙ্গল, পাহাড় পর্বত বৃহৎ পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে এর ফলে কোটি কোটি মেহনতী মানুষ নিজের বাসস্থান থেকে উচ্ছেদ হয়ে পথের ভিখারীতে পরিণত হবে। বক্তারা ২০০৬ সনের বন অধিকার আইন সম্পূর্ণরূপে ও সঠিকভাবে প্ৰয়োগের জোরালো দাবি জানান। অভিবর্তনে বিকল্প ব্যবস্থা না করে রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে এবং উচ্ছেদিত লোকদের পুনর্বাসনের দাবিতে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

অজিত আচাৰ্য, সুভাষ গোস্বামী ও আমিন মোল্লার দের নিয়ে গঠিত সভাপতি মণ্ডলীর পরিচালনায় অভিবর্তনের শুরুতে প্ৰখ্যাত শিল্পী প্ৰয়াত জুবিন গাৰ্গের স্মৃতিতে একটি শোক প্ৰস্তাব গ্ৰহণ করে ১মিনিট মৌনতা অবলম্বন করা হয়।