মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : সরকারি নির্দেশ অনুসরণ করে আবারও পশ্চিম সিংলার ঘন বনাঞ্চলে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাল দোহালিয়া বন বিভাগ। দুই সপ্তাহ আগেই একই এলাকায় বড়সড় অভিযান পরিচালনা করা হয়েছিল। কিন্তু অবৈধ দখলদারিত্ব ঠেকাতে সোমবার দুপুরে ফের শক্ত হাতে নামল বন বিভাগ।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী দোহালিয়া ফরেস্ট রেঞ্জের ইনচার্জ প্রদীপ বারইর নেতৃত্বে বনকর্মী দিলোয়ার হোসেন, বিপুল দাস, সমরজ্যোতি হাজরিকা সহ বন বিভাগের প্রোটেকশন টিমের সদস্যরা হঠাৎ করেই বনাঞ্চলে হানা দেন। অভিযানে প্রায় এক হেক্টর জুড়ে অবৈধভাবে দখল করে গড়ে তোলা রবার বাগান কেটে গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়—বনভূমির পাশে কৌশলে নির্মাণ করা একটি বৃহৎ ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের করে দেওয়া হয়, যাতে বনভূমি দখলের আর কোনো সুযোগ না থাকে।
স্থানীয় পরিবেশপ্রেমী ও সচেতন মহল বন বিভাগের এই কঠোর ভূমিকার জন্য গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বহুদিন ধরেই বনাঞ্চলের ভেতরে একদল প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার ছত্রছায়ায় রাবার বাগান, মাছের ঘের, ছোট ছোট ঘরবাড়ি তৈরি করে বনভূমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বন বিভাগ বারবার উচ্ছেদ করলেও, বনমাফিয়ারা আবারও ‘মাটি আঁকড়ে’ দখলের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

একাধিক অভিযোগে উঠে এসেছে—কিছু ব্যক্তি নানাভাবে শাসকদলের ঘনিষ্ঠতার অজুহাত দেখিয়ে অবৈধ সম্পদ রক্ষার চেষ্টা করে থাকেন। তবে সরকার ও বন বিভাগ এবার দৃঢ়—অবৈধ দখলদারদের প্রতি কোনো প্রকার রেয়াত বা রাজনৈতিক ছাড় দেওয়া হবে না।
এই প্রসঙ্গে দোহালিয়া ফরেস্ট রেঞ্জার প্রদীপ বারইকে প্রশ্ন করলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বনমাফিয়াদের বিরুদ্ধে অভিযান চলছে এবং ভবিষ্যতেও একইভাবে চলবে। এই রেঞ্জে অবৈধ দখলদারিত্ব বরদাস্ত করা হবে না—কারোর জন্যই ছাড় নেই।”


