কাঠ চেরার মিল বাজেয়াপ্ত কা‌লীগ‌ঞ্জে, উদ্ধার বনজ কাঠ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ ফেব্রুয়ারি : কাঠ চেরার নি‌ষিদ্ধ মে‌শিন বাজেয়াপ্ত করলেন করিমগঞ্জ জেলা সদর বনকর্মীরা। অ‌ভিযা‌নে বিপুল প‌রিমাণ কাঠও উদ্ধার হয়। ত‌বে কাউকে ধরপাক‌ড়ের খবর পাওয়া যায়‌নি।গোপন খব‌রের ভি‌ত্তি‌তে বুধবার বিকেলে জেলা সদর রে‌ঞ্জের নবাগত এ‌সিএফ সামস উ‌দ্দিন লস্কর দলবল নি‌য়ে কা‌লীগঞ্জ এলাকার বা‌ঘেরগুলের এক ব‌্যক্তির বা‌ড়ি‌তে হানা দি‌য়ে একটি নি‌ষিদ্ধ ‌সো ‌মিল বাজেয়াপ্ত ক‌রার পাশাপা‌শি প্রায় আ‌শি সিএফ‌টি বনজ কাঠ বা‌জেয়াপ্ত ক‌রেন।

এ কা‌ণ্ডে বনকর্তা জানান, এ‌তে জ‌ড়িত মা‌লিক‌টি বন বিভা‌গের অ‌ভিযা‌নের আগাম খবর পে‌য়ে পা‌লি‌য়ে গা ঢাকা দি‌য়েছে। তা‌কে ধর‌তে সব‌দি‌কে জাল বিছা‌নো হ‌য়ে‌ছে।পাশাপা‌শি পলাতক এই কাঠ মা‌ফিয়ার বিরু‌দ্ধে বন আই‌নে মামলা দা‌য়ের করা হ‌বে। এ‌দিন বন বিভা‌গের প‌ক্ষে আরও কয়‌টি স্থা‌নে অনুরুপ ভা‌বে অ‌ভিযান চালা‌লে এ‌তে কোন সাফ‌ল্যের খবর নেই। বন বিভা‌গের এ‌হেন অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান বন বিভা‌গের নবাগত এ‌সিএফ লস্কর। বর্তমা‌নে বা‌জেয়াপ্ত মে‌শিন সহ কাঠগু‌লো সদর রেঞ্জ কার্যাল‌য়ে রাখা আ‌ছে। বন বিভা‌গের এ‌হেন অ‌ভিযা‌নে খু‌শি ব‌্যক্ত ক‌রে‌ছেন এলাকার প‌রি‌বেশ‌প্রেশীরা।

Author

Spread the News