বু‌নো দামা‌লের রহস‌্যজনক মৃত‌্যু হা‌তি‌খিরায়! তদ‌ন্তে বন বিভাগ

বু‌নো দামা‌লের রহস‌্যজনক মৃত‌্যু হা‌তি‌খিরায়! তদ‌ন্তে বন বিভাগ

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : রহস‌্যজনক ভা‌বে মৃত‌্যু হল এক বু‌নো দামা‌লের! র‌বিবার পাথারকা‌ন্দির হা‌তি‌খিরা চা বাগা‌নের ছয় নম্বর সেকশ‌নের ভেতর এক‌টি পূর্ণ বয়ষ্ক হা‌তি‌কে প‌ড়ে থাক‌তে দে‌খেন স্থানীয়রা। এ‌তে ধারনা করা হ‌চ্ছে যে হা‌তি‌টি আর বে‌ঁচে নেই। এমন খব‌রে চাঞ্চল‌্য ছড়ায়। স্থানীয়রা জানান, মৃত হা‌তি‌টির আ‌শেপা‌শে আরও তিন‌টি জী‌বিত হা‌তি প্রহরায় থাকায় কেউ পা‌শে যে‌তে পার‌ছেন না। স্থানীয়‌দের ধারনা হা‌তি‌টি এক‌দিন আ‌গে মারা গে‌ছে।

এ‌দি‌কে, এমন খবর পে‌য়ে র‌বিবার সকাল থে‌কে দলবল নি‌য়ে অক‌ুস্থ‌লে অবস্থান কর‌ছেন পাথারকা‌ন্দি ফ‌রেস্ট রে‌ঞ্জের রেঞ্জকর্তা ম‌নোজকুমার দাস।‌ তি‌নি জানান, হা‌তি‌টি‌কে ময়নাতদ‌ন্তের জন‌্য পশু চি‌কিৎসক‌কে ডে‌কে পাঠা‌নো হয়ে‌ছে।‌বি‌শেষ প্রহরায় ময়নাতদন্ত সম্পন্ন হ‌লে তা‌কে মা‌টি পোঁতা করা হ‌বে।হা‌তি‌টি কেন মারা গেল তা-ও খ‌তি‌য়ে দেখা হ‌বে।

বু‌নো দামা‌লের রহস‌্যজনক মৃত‌্যু হা‌তি‌খিরায়! তদ‌ন্তে বন বিভাগ

উ‌ল্লেখ‌্য, বু‌নো দামাল‌দের দ‌লে বিগত দি‌নে নয়‌টি ম‌াদি হা‌তি ছিল।‌ বি‌ভিন্ন কার‌নে এ‌দের পাঁচ‌টি হা‌তি ই‌তিম‌ধ্যে মারা গে‌ছে। এ যাত্রায় আরও এক‌টি হা‌তির রহস‌্য মৃত‌্যু হওয়া‌তে বর্তমা‌নে দ‌লে মাত্র তিন‌টি হা‌তি বেঁচে আ‌ছে।ওরা সম‌য়ে সম‌য়ে পাথারকা‌ন্দি সহ বাংলা‌দে‌শে অবা‌দে যাতায়াত ক‌রে।এ‌দের জন‌্য সীমান্ত এলাকায় প্রায় দু’শ মিটার পর্যন্ত কাটা তা‌রের বেড়া বসা‌নো সম্ভব হয়‌নি।

এ‌দের হামলা সহ পদ‌পিষ্টে বিগত দি‌নে অ‌নে‌কের জীবন দীপ নি‌ভে যাবার পাশাপা‌শি অ‌নেক কৃষ‌কের গবা‌দি পশুর মৃত‌্যু সহ ধান সব‌জি বিনষ্ট হ‌য়ে‌ছে। খা‌দ্যের অভা‌বে বু‌নোরা প্রায়ই লোকাল‌য়ে প্রবেশ ক‌রে জনগ‌নের ক্ষ‌তি সা‌ধিত ক‌রে চল‌ছে। এ‌তে অবশ‌্য বন বিভা‌গের প‌ক্ষে অ‌নেক ক্ষতিগ্রস্থ‌দের সরকা‌রি সাহায‌্য পাই‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে, বা‌কি‌দের সরকা‌রি সাহায‌্য পাই‌য়ে দেবার কাজ চল‌ছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News