প্রথমবারের মতো কোনও মুসলিম মন্ত্রী ছাড়াই কেন্দ্রীয় মন্ত্রিসভা, কমল সাংসদের সংখ্যাও

১১ জুন : প্রথমবারের মতো কোনও মুসলিম মন্ত্রী ছাড়াই কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হল। রবিবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়েছিল তাতে রাজ্য, শ্রেণী এবং বর্ণের প্রতিনিধিত্ব দেখা গেছে। তবে দেশের ২০০ মিলিয়ন মুসলিম জনসংখ্যা থাকা সম্প্রদায় থেকে নেই কোন মন্ত্রী।

বিজেপির মুকতার আব্বাস নকভি ২০২২ সালে রাজ্যসভায় পুনঃনির্বাচিত হতে ব্যর্থ হওয়ার পরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিদায়ী মন্ত্রী পরিষদে একজন মুসলিম মন্ত্রীও ছিল না। আর সেসময় সরকারের মন্ত্রিসভায় মুকতার ছিলেন একমাত্র মুসলিম মন্ত্রী। ২০১৪ সালে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ক্ষমতায় আসেন, তখন রাজ্যসভার সাংসদ নাজমা হেপতুল্লাকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী করা হয়, আবার মন্ত্রিসভায় একমাত্র মুসলিম প্রতিনিধিত্ব ছিল। ১৯৯৯ সালে, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রী পরিষদে দুজন মুসলিম ছিলেন  শাহনওয়াজ হুসেন এবং ওমর আবদুল্লাহ। ১৯৯৮  সাল বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন নকভি।

এ দিকে, সংসদে মুসলিম সদস্য সংখ্যাও কমল। ২০১৯ সালে ২৬ জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনে তা কমে ২৪ এ দাঁড়িয়েছে। এ বার ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ২০০৯ সালে ২৮ জন প্রার্থী জয়ী হয়েছিলেন।

২৪ জন মুসলিম সাংসদের মধ্যে পশ্চিমবঙ্গের ছয়জন, উত্তরপ্রদেশের পাঁচজন, কেরল এবং জম্মু ও কাশ্মীরের তিনজন করে, বিহারের দুজন করে এবং তামিলনাড়ু, অসম, তেলেঙ্গানা, লাদাখ ও লাক্ষাদ্বীপের একজন রয়েছেন।

তেলেঙ্গানা:
১. আসাদউদ্দিন ওয়াইসি (এআইএমআইএম)
অসম:
২. রকিবুল হুসেইন (আইএনসি)
বিহার:
৩. তারিক আনোয়ার (আইএনসি)
৪. মোহাম্মদ জাভেদ (আইএনসি)
জম্মু, কাশ্মীর ও লাদাখ:
৫. আব্দুল রশিদ শেখ (নির্দল)
৬. মোহাম্মদ হানিফা (নির্দল)
৭. আগা মেহেদী (জেকেএনসি)
৮. মিয়া আলতাফ আহমদ (জেকেএনসি)
কেরল:
৯. ই.টি. মোহাম্মদ বশির (আইইউএমএল)
১০. আব্দুস সামাদ (আইইউএমএল)
১১. শফি পরম্বিল (আইএনসি)
লাক্ষাদ্বীপ:
১২. মুহাম্মদ হামদুল্লাহ সাঈদ (আইএনসি)
তামিলনাড়ু:
১৩. নবস্কানি কে (আইইউএমএল)
উত্তরপ্রদেশ:
১৪. আফজাল আনসারি (এসপি)
১৫. ইকরা হাসান (এসপি)
১৬. মহিবুল্লাহ নদভী (এসপি)
১৭. জিয়া-উর রহমান বার্ক (এসপি)
১৮. ইমরান মাসুদ (আইএনসি)
পশ্চিমবঙ্গ:
১৯. ঈশা খান চৌধুরী (আইএনসি)
২০. ইউসুফ পাঠান (তৃণমূল)
২১. খলিলুর রহমান (তৃণমূল)
২২. সাজদা আহমেদ (তৃণমূল)
২৩. শেখ নুরুল ইসলাম (তৃণমূল)
২৪. আবু তাহের খান (তৃণমূল)

Author

Spread the News