জামিরায় মিজোরামের খাদ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন নদী ভাঙন প্রতিরোধের কাজ

এ বি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : জামিরায় নদী ভাঙনের ফলে এক মাসেরও বেশি দিন ধরে মিজোরামের সঙ্গে রেল পরিষেবা বিঘ্নিত হয়ে পড়েছে। এমন অবস্থায় মিজোরামে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পরিবহনে ব্যাঘাত ঘটায় খাদ্য সামগ্রীর আকাল দেখা দেওয়ার পাশাপাশি হু হু করে বাড়ছে দাম। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় উদ্বিগ্ন মিজোরাম সরকারের খাদ্যমন্ত্রী শেষ পর্যন্ত ছুটে এলেন হাইলাকান্দির জেলার জামিরায়। নদী ভাঙ্গন প্রতিরোধের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সরেজমিনে উপস্থিত হলেন মিজোরামের খাদ্য ও অসামরিক সরবরাহ, ভোক্তা বিভাগের মন্ত্রী পু বি লালছনজোভা। সঙ্গে উপস্থিত ছিলেন নর্থ কলাশিবের বিধায়ক সহ মিজোরামের বিভিন্ন আধিকারিকরা। মন্ত্রীর আগমনের খবর পেয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের আধিকারিকরাও হাজির হন জামিরা রেল স্টেশনে।

জামিরায় মিজোরামের খাদ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন নদী ভাঙন প্রতিরোধের কাজ

জামিরা স্টেশনে মিজোরামের খাদ্যমন্ত্রী ও বিধায়ককে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে রেলের আধিকারিকরা ট্রলি করে জামিরা স্টেশন থেকে তাদের ভাঙন স্থলে নিয়ে যাওয়া হয়। সবকিছু খতিয়ে দেখানো হয় তাদের। রেল আধিকারিকরা জানান বারবার বৃষ্টির ফলে কাজ বিঘ্নিত হচ্ছে। তবে শীঘ্রই লাইন চালু করতে রেল বিভাগ জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে। বৃষ্টি বন্ধ হলে আগামী এক মাসের মধ্যে লাইন চালু হয়ে যাবে বলে রেলের তরফে আশ্বাস প্রদান করা হয়।

এদিন মিজোরামের খাদ্য মন্ত্রীকে স্থানীয় জনসাধারণের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

জামিরায় মিজোরামের খাদ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন নদী ভাঙন প্রতিরোধের কাজ
জামিরায় মিজোরামের খাদ্যমন্ত্রী, খতিয়ে দেখলেন নদী ভাঙন প্রতিরোধের কাজ

Author

Spread the News