ভুয়ো চিকিৎসক পুলক মালাকারের গ্রেফতার প্রসঙ্গে স্পষ্টিকরণ রাজদীপের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান শিব-সুন্দরী নারীশিক্ষা আশ্রমে পুলক মালাকার নামের এক ভুয়ো চিকিৎসকের গ্রেফতার নিয়ে শহরজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার সহ চিকিৎসা চালিয়ে আসছিল বলে পুলক মালাকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। এক গর্ভবতী মহিলাকে অস্ত্রোপচার করার সময় হাতেনাতে ধরা পড়ে সেই ভুয়ো চিকিৎসক। মঙ্গলবার বিষয়টি নিয়ে নিজের স্পষ্টিকরণ তুলে ধরতে গিয়ে প্রতিষ্ঠানের সম্পাদক ডাঃ রাজদীপ রায় জানান, গ্রেফতার পুলক মালাকারের সঙ্গে শিব-সুন্দরী নারীশিক্ষা আশ্রমের কোন সম্পর্ক নেই। ৯৪ বছর পুরোনো এই হাসপাতালের তরফে তাঁকে কোনো পদে নিয়োগ করা হয়নি। হাসপাতালে কোন রোগীকে ভর্তি করানো বা কোনো ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অধিকার পুলক মালাকারের ছিল না। এক বছর ধরে অভিযুক্ত পুলক মালাকার, কিছু বরিষ্ঠ চিকিৎসকের সহায়ক হিসেবে কাজ করছিল।
পুলক মালাকারের জমা দেওয়া নথিপত্র গুলো যাচাই করার জন্য প্রতিষ্ঠানের কাছে নির্ভরযোগ্য উপায় বা সংস্থান ছিল না। পুলিশ বিভাগ সহ অন্যান্য তদন্তকারী সংস্থার সঙ্গে শিব সুন্দরী নারীশিক্ষা আশ্রম কর্তৃপক্ষ সহযোগিতা করে গেছেন। সমাজের স্বার্থে প্রতিষ্ঠান আগামীতে ও সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন ডাঃ রাজদীপ রায়।