বাড়ি থেকে পাঁচ বছরের শিশুর রহস্যজনক ভাবে নিখোঁজ

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মার্গেরিটার বরগোলাই পঞ্চায়েতের অন্তর্গত নমদাং গ্রামে পাঁচ বছরের এক শিশুর রহস্যজনক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। রবিবার বিকেল প্রায় ৩টার সময় বাড়ির সামনেই খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই শিশু। নিখোঁজ শিশুটির নাম অমিত ভুঁইয়া, বাবা কালীচরণ ভুঁইয়া।

পরিবারের দাবি, প্রতিদিনের মতোই বাড়ির সামনে খেলছিল অমিত। দীর্ঘ সময় পার হয়েও বাড়িতে না ফেরায় পরিবার প্রথমে আশপাশের পথ, বাড়িঘর ও খোলা জায়গায় খোঁজ শুরু করে। পরে প্রতিবেশীরাও অনুসন্ধানে যোগ দেন। বহু ঘণ্টা খুঁজেও শিশুটির কোনো খোঁজ না মেলায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। শেষমেশ সন্ধ্যায় মাৰ্ঘেরিটা থানায় একটি এফআইআর দায়ের করে পরিবার।

পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সূত্র সন্ধানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। গ্রামের বিভিন্ন এলাকা ও সংলগ্ন স্থানে তল্লাশি চালানো হলেও এখনও কোনজ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং শিশুটিকে দ্রুত উদ্ধার করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *