আ‌ছিমগ‌ঞ্জের বাইপাস সড়‌কে তিন‌টি বাহ‌নের সংঘ‌র্ষে গুরতর আহত পাঁচ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : পাথারকা‌ন্দি থানা‌ অধীন আ‌ছিমগঞ্জ এলাকার নিউ আছিমগঞ্জ বাইপাস সড়‌কের পা‌শে তিন‌টি বাহ‌নের সংঘ‌র্ষে গুরতর আহত হ‌য়ে‌ছেন পাঁচ ব‌্যক্তি। বৃহস্প‌তিবার সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়।  ব‌লে‌রো, স্কোর‌পিও ও ডাম্পার গা‌ড়ির ম‌ধ্যে সংঘর্ষ হয়। আহতরা ভারতমালা প্রক‌ল্পের কর্মী ব‌লে জানা গে‌ছে। আহত‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে শ্রীভূ‌মি জেলা সদর হাসপাতালে ও প‌রে শিলচর মে‌ডি‌ক্যাল ক‌লেজ স্থানান্তর করা হয়।‌বেপ‌রোয়া ভা‌বে গা‌ড়ি চালা‌নোর কার‌নে ঘটনা‌টি ঘ‌টে‌ছে ব‌লে প্রত‌্যক্ষদর্শী জা‌নি‌য়ে‌ছেন। পু‌লিশ দুর্ঘটনাগ্রস্থ বাহন তিন‌টি নি‌জে‌দের জিম্মায় নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *