মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : পাথারকান্দি থানা অধীন আছিমগঞ্জ এলাকার নিউ আছিমগঞ্জ বাইপাস সড়কের পাশে তিনটি বাহনের সংঘর্ষে গুরতর আহত হয়েছেন পাঁচ ব্যক্তি। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয়। বলেরো, স্কোরপিও ও ডাম্পার গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। আহতরা ভারতমালা প্রকল্পের কর্মী বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীভূমি জেলা সদর হাসপাতালে ও পরে শিলচর মেডিক্যাল কলেজ স্থানান্তর করা হয়।বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারনে ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাহন তিনটি নিজেদের জিম্মায় নেয়।
আছিমগঞ্জের বাইপাস সড়কে তিনটি বাহনের সংঘর্ষে গুরতর আহত পাঁচ


