আরও পাঁচদিন বৃষ্টি, গুয়াহাটির ১৫টি স্থানকে ভূমিধস প্রবণ এলাকা চিহ্নিত

আরও পাঁচদিন বৃষ্টি, গুয়াহাটির ১৫টি স্থানকে ভূমিধস প্রবণ এলাকা চিহ্নিত

বরাক তরঙ্গ, ১৯ জুন : আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবছর উত্তরপূর্বে সময়ের আগেই ঢুকে পড়েছে মৌসুমি বায়ু, এর ফলে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে অসম এবং মেঘালয়ে। বুধবার সন্ধ্যায় জারি করা রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ দিন অসম এবং মেঘালয় সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোয় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম তিনদিন ভারী বৃষ্টিপাত হলেও পরের দুই দিন মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে বিভাগ।

এদিকে, গুয়াহাটি মহানগরে ভূমিধস প্রবণ এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে৷ জনগণকে ভূমিধস প্রবণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া।কামরূপ দুর্যোগ প্রশমন বিভাগ নির্দেশ জারি করেছে। গুয়াহাটির ১৫টি স্থানকে ভূমিধস প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে চানমারি, কাহিলিপাড়া, খানাপাড়া, বন্ডা ইত্যাদি।

Author

Spread the News