ধর্মনগর আইএসবিটি থেকে গাঁজা উদ্ধার, আটক অসমের দুই মহিলা সহ পাঁচ
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : নেশা কারবারীদের পাকড়াও করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারই ফলস্বরপ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে প্রায়শই নেশা কারবারীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে সাধারণ জনগণ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ ধর্মনগর আইএসবিটিতে সন্দেহভাজন তিনজন পুরুষ ও দু’জন মহিলাকে ঘুরাঘুরি করতে দেখে আইএসবিটির কর্মীদের সন্দেহ হয়।পরে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে তিন প্যাকেট শুকনো গাঁজা বেরিয়ে আসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ পৌছালে তিন প্যাকেট গাঁজা সহ পাঁচ পাচারকারীকে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়।
এদিকে স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা যথাক্রমে উসমান আলি (২৭), সাইদুল আলি (৪৫), সাদেক আলি (২০), সালেমা খাতুন (৩১) এবং ফাতিমা বেগম (২৩)। সকলেই পাশ্ববর্তী রাজ্য অসমের বাসিন্দা। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে গাঁজা গুলি ত্রিপুরা থেকে সড়ক পথে অসমে নিয়ে যাচ্ছিল। পাশাপাশি পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।