ফাটকবাজার এলাকা থেকে গ্রেফতার হওয়া পাঁচ জুয়াড়ি জেল হাজতে

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : ফাটকবাজার এলাকায় রমরমিয়ে ‘এন্ডিং জুয়া’র কারবার চালাচ্ছিল এক চক্র। পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে। শুক্রবার পুলিশ পাঁচজনকে আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে।

ধৃতরা হল ফাটক বাজার সংলগ্ন মাহুতপাড়ার জাভেদ আলি (২৮) ও নাসিম উদ্দিন লস্কর (২৯), বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের আলফাব হোসেন রাজবড়ভূইয়া (২৭), বেরেঙ্গা চতুর্থ খণ্ডের আব্দুল করিম লস্কর (৩৩) ও রামনগরের আনোয়ার হোসেন লস্কর (৪০) কে।

এরা দীর্ঘদিন ধরে ফাটক বাজারের মুরগিহাটিতে আস্তানা গেড়ে জুয়ার কারবার চালাচ্ছিল। বৃহস্পতিবার সদর থানার টিএসআই শুভ্রজ্যোতি দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ও কিছু নগদ অর্থ।

Spread the News
error: Content is protected !!