বিএসএফের হাতে গ্রেফতার পাঁচ বাংলাদেশি নাগরিক, পৃথক অভিযানে নিষিদ্ধ জিনিসপত্র বাজেয়াপ্ত  

পিএনসি, আগরতলা।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। শনিবার ত্রিপুরার সিপাহিজালা জেলার বিওপি কমলাসাগরে বাংলাদেশ সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফ জওয়ানরা চার বাংলাদেশি নাগরিককে আটক করে। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতারকৃত তিন বাংলাদেশি গোপালগঞ্জ জেলার বাসিন্দা। তালিকাভুক্ত বাংলাদেশি দালালের মাধ্যমে তিন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে পারাপার হন। 

অন্য একটি অভিযানে বিএসএফ জওয়ানরা উনকোটি জেলার অন্তর্গত বিওপি সমরূপপাড়ায় অনুপ্রবেশের চেষ্টারত এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে।গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিক বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা।

এছাড়াও জওয়ানরা ত্রিপুরায় তাদের নজরদারি জোরদার করার সময়, ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্ন আন্তঃসীমান্ত চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে এবং ১২টি গরু উদ্ধার করে এবং ৩ লাখ টাকার ৯০০ কেজি চিনি এবং অন্যান্য নিষিদ্ধ জিনিস বাজেয়াপ্ত করে।

বিএসএফের হাতে গ্রেফতার পাঁচ বাংলাদেশি নাগরিক, পৃথক অভিযানে নিষিদ্ধ জিনিসপত্র বাজেয়াপ্ত  
বিএসএফের হাতে গ্রেফতার পাঁচ বাংলাদেশি নাগরিক, পৃথক অভিযানে নিষিদ্ধ জিনিসপত্র বাজেয়াপ্ত  

Author

Spread the News