এরালিগুল ফায়ারিং রেঞ্জে গুলি চালনার মহড়া : সতর্কতা জারি
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : শ্রীভূমির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন, এরালিগুলস্থিত ১৫তম এপি ব্যাটেলিয়ান ফায়ারিং রেঞ্জে ৩ ও ৪ জানুয়ারি বার্ষিক গুলি চালনার অভ্যাস চলছে। এই গুলি চালনার অভ্যাসের সময় যাতে কোন ধরণের অবাঞ্ছিত দূর্ঘটনা না ঘটে তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে।