চলন্ত বাসে আগুন, ৮ তীর্থযাত্রীর মৃত্যু
১৮ মে : যাত্রী বোঝাই চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার গভীর রাতে হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী।
দুর্ঘটনাগ্রস্ত বাসটি বৃন্দাবন ও মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন বলে খবর। নুহ’র কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশে।
দমকলও ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কী কারণে বাসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।