গুয়াহাটিতে বহুতল ভবনে আগুন, ক্ষতিগ্রস্ত SBI শাখা সহ একাধিক তলা

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : গুয়াহাটি মহানগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে মহানগরীর রাজীব ভবনের কাছের একটি বহুতল ভবনে ভয়ঙ্কর আগুন লাগে। SOHUM EMPORIA নামের শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনটির সবগুলো তলায়। ভবনের মধ্যে থাকা SBI ব্যাংকের কোটি কোটি টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। ঘটনাস্থলে ১৫টি অগ্নিনির্বাপক গাড়ির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে SBI কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কোনও তথ্য নষ্ট হয়নি। তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকার কারণে গ্রাহকদের সমস্ত তথ্য নিরাপদ রয়েছে বলে দাবি করা হয়েছে।

১৫টি অগ্নিনির্বাপক গাড়ি দিয়ে আগুন নেভানো হলেও ভবনের ভেতরের কোনও আসবাবপত্র ও সামগ্রী রক্ষা করা যায়নি। আগুনে ভবনটির একাধিক তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই অগ্নিকাণ্ডে ভবনের মোট ৬টি তলায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার আট ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *