অর্থমন্ত্রীর পূর্ণাঙ্গ বাজেট পেশ

২৩ জুলাই : আজ, মঙ্গলবার সপ্তম বারের জন্য মোদি সরকারের অর্থমন্ত্রী হিসেবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন জোট সরকারের কাছে সাধারণ মানুষের চাহিদা রয়েছে অনেকটাই।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লোকসভা ভোটে কৃষক অসন্তোষের খেসারত দিয়ে বিজেপির আসন কমেছে। বাজেটে সেই ক্ষতে প্রলেপ জরুরি। ভোটে বেকারত্বের সমস্যা বিজেপিকে বেগ দিয়েছে। বাজেটে বেকারত্ব ও আর্থিক অসাম্যের সমাধানে কী দিশা থাকে, সেদিকেও নজর থাকবে।

অর্থমন্ত্রীর পূর্ণাঙ্গ বাজেট পেশ

সোমবার, বাজেট অধিবেশনের শুরুর দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, মঙ্গলবার ‘শক্তিশালী’ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এই বাজেটের মধ্যে দিয়ে যে সরকারের প্রতিশ্রুতি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যাবেন বলেও বলেছিলেন মোদি। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, মোদি সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেটে প্রত্যাশা রয়েছে সকলের। এখন মোদি সরকার এই প্রত্যাশা পূরণ করে কি না সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

Author

Spread the News