অবশেষে গ্রেফতার বিতর্কিত ডিএসপি পুসকল

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : অবশেষে  গ্রেফতার করা হয়েছে বিতর্কিত ডিএসপি পুসকল গগৈকে। পুসকল গগৈকে সুপারি সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে আটক করা হয়েছিল। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সোমবার তাকে গ্রেফতার করে সিআইডি।

উল্লেখ্য, সুপারি ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করছিল অসম পুলিশ। সুপারি সিন্ডিকেটের সঙ্গে বজালি পুলিশ ওই সাত পুলিশ সদস্য জড়িত ছিল।

শনিবার সিআইডি ভবানীপুর থানার উপ-পরিদর্শক দেবজিৎ গিরি এবং পাতাচারকুসি থানার সহকারী উপ-পরিদর্শক শশাঙ্ক দাস, এএসপি গায়ত্রী সোনওয়ালের দেহরক্ষী এবিসি ইনাজামুল হাসান, গাড়িচালক দীপজয় রায়, বাজালি এসপির খণ্ডকালীন চালক হোম গার্ড নবীর আহমেদ গ্রেফতার করা হয়।

রবিবার এএসপি গায়ত্রী সোনওয়ালকে স্বামীসহ গ্রেফতার করা হয়েছে। সিআইডি ঘটনার তদন্ত করছে এবং আরও কয়েকজন পুলিশ সদস্য জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

ডিএসপির বিরুদ্ধে আঁকাবাঁকা পথে চাকরি নেওয়ার অভিযোগও রয়েছে। এপি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগও রয়েছে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে।

Author

Spread the News