অবশেষে গ্রেফতার এসিএস অফিসার নূপূর বরা, উদ্ধার ১ কোটি ৭০ লাখ টাকা
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : অবশেষে এসিএস অফিসার নূপূর বরাকে গ্রেফতার করল সিএম ভিজিল্যান্স। নূপূর বরার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের হয়েছিল।
নূপূর বরার ফ্ল্যাট থেকে ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার করে ভিজিল্যান্স। আরও ২ কোটি টাকার গয়না-অলঙ্কারও বাজেয়াপ্ত করা হয়েছে।
মঙ্গলবার নূপূর বরাকে নিয়ে চার জায়গায় অভিযান চালায় ভিজিল্যান্স। গ্রেফতার হওয়া নূপূর বরাকে বর্তমানে ভিজিল্যান্সের হেফাজতে রাখা হয়েছে।
নূপূরের গুয়াহাটি বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৮২ লাখ টাকা, আর বরপেটার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১০ লাখ টাকা।
নূপূরের কাপড়ের ট্রলির ভিতর থেকেও কোটি কোটি টাকা উদ্ধার হয়। অভিযোগ, মিশন বসুন্ধরার মাধ্যমে ভূমি জালিয়াতি করেছিল নূপূর।
অভিযোগ অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের জমি জালিয়াতির মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের নামে হস্তান্তর করেছিলেন তিনি। এমনকি, সত্রের জমির ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ রয়েছে নূপূরের বিরুদ্ধে। টাকার বিনিময়ে মাদ্রাসার নামে জমি বিক্রির অনুমতি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।