মোহাম্মদ জনি,শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : সীমান্ত জেলা শ্রীভূমির প্রিয় ভবন প্রাঙ্গণে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সর্ব ভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের পঞ্চম বার্ষিক সম্মেলন। একদিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যেই জেলার বিভিন্ন মহলে উৎসবের আবহ তৈরি হয়েছে। সমাজসেবামূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রাখা জেলার বিভিন্ন বিভাগের আটজন বিশিষ্ট ব্যক্তিকে এদিন সংবর্ধনা প্রদান করবে ট্রাস্ট কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন সংগঠনের সভাপতি অশোক দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তাপস পুরকায়স্থ, সম্পাদক শিক্তা দাসগুপ্ত দত্ত, সহ-সম্পাদক মুক্তি ভট্টাচার্য দে সহ ট্রাস্টের অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁরা জানান, সিলেটি সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক সেবাকে কেন্দ্র করেই এই বর্ষপূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।
২১ ডিসেম্বর সকাল ৯টায় মিশনের মহারাজ জি-এর শুভহাতে প্রজ্জ্বলিত হবে প্রদীপ, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দিনের অনুষ্ঠান। এরপর শ্রীভূমি টিমের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনে মুখরিত হবে মঞ্চ, যা এই সাংস্কৃতিক উৎসবকে দিবে নতুন মাত্রা।পরবর্তী পর্যায়ে অতিথি বরণ ও তাদের মূল্যবান বক্তব্যে সমাজ, সংস্কৃতি ও মানবিক সেবার নানা দিক উঠে আসবে। এরপর অনুষ্ঠিত হবে জড়র টান ম্যাগাজিনের মনোজ্ঞ উন্মোচন। পাশাপাশি ট্রাস্টের সভাপতি তাঁদের বিগত বছরের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।দিনের অন্যতম আকর্ষণ জেলার আটজন নির্বাচিত বিশিষ্টজনের সংবর্ধনা প্রদান। তাদের কর্মনিষ্ঠা এবং সামাজিক অবদানকে সম্মান জানিয়ে ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ সনদ ও স্মৃতি চিহ্ন প্রদান করা হবে।
এছাড়াও দর্শকদের জন্য থাকছে বহুল প্রতীক্ষিত সিলেটি নাটক উইল যা সিলেটি ভাষা ও সংস্কৃতির জীবন্ত ধারা তুলে ধরবে। সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয়েছে নানান স্বাদের রসনার আয়োজনও। খাবারের আস্বাদনের পর পরিবেশিত হবে বিভিন্ন স্বাদের মনোরম অনুষ্ঠান। সবশেষে অনুষ্ঠানের পর্দা নামবে কণ্ঠশিল্পী অনুসূয়া মজুমদারের জমজমাট সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে। তাঁর সুনিপুণ কণ্ঠে সুরের জাদুতে ভরে উঠবে পুরো প্রিয় ভবন প্রাঙ্গণ। পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই মহতী অনুষ্ঠান শুধু একটি সাংগঠনিক সভা নয় এটি সিলেটি সমাজের ঐক্য, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদযাপন। শ্রীভূমির মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে


