বিএনএমপি স্কুলে জাতীয় শিক্ষানীতির পঞ্চমবার্ষিকী উদযাপন

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : আজ সারাদেশে জাতীয় শিক্ষানীতির পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। এই উদযাপনের অংশ হিসেবে, কাছাড় জেলার ধলাই পিএম শ্রী বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নীহার রঞ্জন দাস।
মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত সকলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের  সরাসরি  সম্প্রচারিত বক্তব্য শ্রবণ করেন।

বিধায়ক নীহাররঞ্জন দাস বক্তব্যে বলেন, জাতীয় শিক্ষানীতির পঞ্চম বর্ষপূর্তি উদযাপন শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে। ধলাই পিএম শ্রী বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে জেলাভিত্তিক পিএম শ্রী স্কুল হিসেবে নির্বাচিত করায় তিনি ধলাইবাসীর জন্য এটিকে অত্যন্ত গর্বের বিষয় বলে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে এই বিদ্যালয় জেলার শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি সাধনে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে নোডাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার কাম ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ড. বিদ্যুৎ দেব চৌধুরী। ড. চৌধুরী তাঁর বক্তব্যে জানান, জাতীয় শিক্ষানীতির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি জেলায় একটি করে পিএম শ্রী স্কুলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং কাছাড় জেলার জন্য ধলাই পিএম শ্রী বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, রাজনীতিবিদ এবং শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর লাইভ বক্তব্য শোনেন।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধলাই পিএম শ্রী বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক ইনচার্জ খাইরুল ইসলাম লস্কর, ধলাই নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্মল কান্তি দাশ, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, সাধারণ সম্পাদক পৃথীশ চন্দ্র দাস, মাতৃভূমি সংস্থার সভাপতি সিতাংশু দাস, শিক্ষাবিদ বিধান চন্দ্র পাল সহ স্কুলের শিক্ষার্থী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Spread the News
error: Content is protected !!