সাহেবজাদার ফরমান উপেক্ষা! টান্টুর উরুসের আসার চিরাচরিত দৃশ্য

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : একাংশ উশৃঙ্খল টান্টু ভক্তদের কার্যকলাপে সামাজিক মাধ্যমে চলছে তোলপাড়। সাহেবজাদার ফরমানকে উপেক্ষা করে একাংশ টান্টুভক্ত গাড়িতে মাইক লাগিয়ে, গাড়ির উপরে উঠে, গাড়ির সিড়িতে বাঁদরের মতো ঝুলে মাঝার জিয়ারতের উদ্দেশ্যে টান্টুতে আগমন ঘটে। মাঝার জিয়ারতকারীদেরকে উরুস কমিটির পক্ষ থেকে এমন অস্বাভাবিক আচরণ না করার প্রচার চালালেও কানে তুলেনি এসব কথা। উল্টো প্রতিবারের মতো এবারও এসব মানসিক কাণ্ডজ্ঞানহীন ভক্তদের আচরণে বিব্রতবোধ করছে মুসলিম সমাজের সচেতন মহল। যেখানে টান্টুর প্রয়াত পীর আতাউর রাহমান চৌধুরীর উত্তরসূরী সাহেবজাদা আব্দুল বাসিত চৌধুরী  উরুসের মত মহান দিবসের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে এমন সব আচরণ না করার আহ্বান জানান, কিন্তু কে শুনে কার কথা ! টান্টুর মতো পীঠস্থানে রীতিমতো উশৃঙ্খল যুবকদের কার্যকলাপ ভাবিয়ে তুলছে সচেতন মহলকে। যেসব টান্টুভক্ত এসব কার্যকলাপের মাধ্যমে বরাক উপত্যকার পীঠস্থানকে দুর্নাম করার প্রচেষ্টা করছে এরা আসলে কি টান্টুভক্ত নয়? না এরা উরুসের নামে প্রমোদ ভ্রমণে বেরিয়ে মুসলিম সমাজকে কলুষিত করছে। সামাজিক মাধ্যমে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

উত্তরপূর্ব ভারতের আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক সহ বরাক উপত্যকার জামাতের অন্যতম পদাধীকারিরা এ ব্যাপারে কি কোন পদক্ষেপ গ্রহণ করেবেন? যেখানে সাহেবজাদা আব্দুল বাসিত চৌধুরী সামাজিক মাধ্যমে এসব কার্যকলাপ থেকে বিরত থেকে উরুসে অংশগ্রহনের আহ্বান জানিয়েছিলেন। সেখানে সাহেবজাদার আহ্বানের বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার ছিল টান্টুর বাৎসরিক উরুছ মহফিল।প্রয়াত পীর আব্দুল আজিজ চৌধুরী এবং আতাউর রাহমান চৌধুরীর মৃত্যু বার্ষিকী হিসাবে প্রতি বৎসর টান্টুতে উরুস মহফিল অনুষ্টিত হয়।বরাক উপত্যকার অন্যতম পীঠস্থান টান্টুতে প্রতি বৎসর একদিনের উরুস মহফিলে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বিগত কয়েক বছর থেকে উরুসকে কেন্দ্র করে গাড়িতে মাইক লাগিয়ে ডিজের তালে উচ্চস্বরে নাতে রছুল, গজল বাজানো সহ গাড়ির উপরে উঠে পীঠস্থানের উদ্দেশ্যে আসতে দেখা গেছে অনেকাংশকে। এনিয়ে টান্টুর প্রয়াত পীর আতাউর রাহমান চৌধুরীর সাহেবজাদা আব্দুল বাসিত চৌধুরী উরুসের প্রাক্কালে এসব কার্যকলাপ পরিহার করে উরুসে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। কিন্তু কে শুনে কার কথা? সদ্য যৌবনপ্রাপ্ত যুবকরা এসব আবেদনের ধারে কাছে ছিল না। তাদের এমন আচরণ মহান ব্যাক্তিদের স্বরণে আয়োজিত উরুসের মর্যাদাকে তলানিতে নিয়ে আসছে বলে অভিমত প্রকাশ করছে বিজ্ঞমহল।

সাহেবজাদার ফরমান উপেক্ষা! টান্টুর উরুসের আসার চিরাচরিত দৃশ্য
সাহেবজাদার ফরমান উপেক্ষা! টান্টুর উরুসের আসার চিরাচরিত দৃশ্য

Author

Spread the News