জমি নিয়ে তুমুল মারপিট কাটিগড়ার ময়নারপারে, আহত ৩, আটক ১
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : জমি বিবাদকে কেন্দ্ৰ করে রণক্ষেত্র কাটিগড়ার ময়নারপার গ্রাম। দু’পক্ষের তুমুল সংঘৰ্ষ হল। এতে আহত হয়েছেন তিনজন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সাহিদ আহমদ নামের একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। সাহিদের অবস্থা সঙ্গীন হওয়ায় কাটিগড়া মডেল হাসপাতাল থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, কাটিগড়া ময়নারপার গ্রামের বাসিন্দা সামসুদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ ছিল। মঙ্গলবার সকালে সেই বিবাদের জেরে ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নেয়। বিবাদী জমি দখল করা কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল মারপিট হয়। লাঠি, ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর আক্রমণে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।
এদিকে মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।