শেখাওয়াত মজুমদারকে স্মরণ করল ফজল শাহ মোকাম কমিটি
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : শিলচর চেংকুড়ি রোড স্থিত হজরত পীর ফজল শাহ মোকামের পরিচালনা কমিটির সভাপতি প্রয়াত শেখাওয়াত হোসেন মজুমদারের স্মরণসভার আয়োজন করা হয়। শনিবার মোকামের পরিচালন কমিটির কার্যালয়ে স্মরণসভায় তিন অসহায় লোককে কমিটির পক্ষে সাহায্য করা হয়। এদিনের সভায় প্রয়াত শেখাওয়াত হুসেন মজুমদারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তরা। বিশেষভাবে ফজল শাহ মোকামের সঙ্গে জড়িয়ে থাকা তাঁর কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন পরিচালনা কমিটির সদস্যরা।
আগামী ২৪ জানুয়ারি হজরত পীর ফজল শাহ মোকামের বার্ষিক জলসায় সবাই ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থাকায় জন্য আমন্ত্রণ জানান। এদিনের সভায় উপস্থিত ছিলেন ফকরুল আলম মজুমদার, আলহাজ মঈন উদ্দিন মজুমদার, আলহাজ সাজাদূর রহমান বড়লস্কর সহ অন্যান্যরা।