হাতে হাত ধরে ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা-ছেলে, ছিন্নভিন্ন দেহ
১০ জুলাই : জীবনের বোঝা বড় ভারী হয়ে গিয়েছিল। তাই বাবা-ছেলে মিলে নিয়ে ফেললেন চরম সিদ্ধান্ত। বাবা ও ছেলে মিলে হাত ধরে পৌঁছে গেলেন রেল স্টেশনে। দূর থেকে লোকাল ট্রেন আসতে দেখেই তারা শুয়ে পড়লেন রেললাইনে। ট্রেনের নীচে চাপা পড়েই মৃত্যু হল দুইজনের। ভয়ঙ্কর এই আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ছিন্নভিন্ন হয়ে গেল দেহ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ভয়ন্ডর স্টেশনে।
মুম্বই থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত ভয়ন্ডর (Bhayander) রেল স্টেশন। এই স্টেশন অবস্থিত পালঘরে। সেখানেই স্টেশনের কাছে রেলট্র্যাকে এই দৃশ্য দেখা যায়। সোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, একে অপরের সঙ্গে কথা বলছেন বাবা ও ছেলে। ওই সময় তারা স্টেশনের প্লাটফর্মে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তখন তাদের পাশ দিয়ে একটি ট্রেনও যাচ্ছিল। হেঁটে প্লাটফর্মের শেষ প্রান্তে যাওয়ার পর তারা দুজন রেললাইনে নামেন।
রেললাইনে নামার পর যখন তারা দেখতে পান পাশের লাইন দিয়ে একটি ট্রেন আসছে, তখন সেখানে গিয়ে একসঙ্গে দুজন শুয়ে পড়েন। প্রায় সকলের সামনেই একে অপরের হাতে হাত রেখে। এর পর এক ভয়ঙ্কর দৃশ্য। ট্রেন চলে যেতেই উদ্ধার হল মৃতদহ দুটি। যাকে বলে হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়া, সেই পথই যেন বেছে নিল ওই পিতাপুত্র। সোমবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম জয় মেহেতা (৩৫) এবং তার বাবা হরিশ মেহেতা (৬০), দুজনেই নালাসোপারার বাসিন্দা।