চিকিৎসক পরিবারের উপর প্রাণঘাতী হামলা আরেক চিকিৎসকের রামকৃষ্ণনগরে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ জুন : হাসপাতালের চিকিৎসক পরিবারের উপর প্রাণঘাতী হামলা আরেক চিকিৎসকের। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটল করিমগঞ্জের রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালের কোয়ার্টারে। হাসপাতালের এসডিএমএইচ বিধানচন্দ্ৰ বিশ্বাস ও তাঁর স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালালেন সুরজিৎ রায় নামে এক চিকিৎসক। এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগর এলাকায়। এ ঘটনার পর চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডাঃ বিশ্বাস।
ঘটনার বিবরণে ডাঃ বিধানচন্দ্র বিশ্বাস জানান, আজ অর্থাৎ শুক্রবার সকালে তিনি কোয়াটারে ঘুমন্ত অবস্থা থাকাকালীন চিকিৎসক সুরজিৎ রায় আচমকা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রে দিয়ে তাঁকে ও তাঁর স্ত্রীর উপর হামলা চালান। এতে গুরুতর ভাবে আহত হন দু’জনই। তিনি জানান, এ দিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে আবার শুয়ে ছিলেন। ঘুমও এসে যায় এমন সময় অনডিউটিতে থাকা চিকিৎসক সুরজিৎ ওটির ধারালো একটি বস্তু নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। এবং শরীরে আঘাত করে। এরপর স্ত্রীর উপরও আক্রমণ করেন সুরজিৎ। তাঁরা রক্তাক্ত হয়ে যান। ঘটনার পর সেখান থেকে পালান। হাসপাতালে গিয়ে ভাঙচুর চালিয়েছেন ডাঃ সুরজিৎ।
জানা যায়, ডাঃ বিশ্বাস ও তাঁর স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে কী কারনে সুরজিৎ রায় এমন কাণ্ড ঘটালেন তা জানা যায়নি। মামলার পর বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।