অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত কৃষক কুল

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : মিধিলি ঘূর্ণী ঝড়ের প্রভাব পড়ল বৃহত্তর পাথারকান্দি এলাকায়। এ‌তে বৃহস্প‌তিবার রাত থে‌কে নে‌মে আসা ধারা বৃ‌ষ্টি‌তে এলাকার বহু আধপাকা শাইল ধা‌ন সহ নতুন শাক সব‌জির খেত ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ‌নি‌য়ে ব‌্যাপক দুশ্চিন্তায় স্থানীয় কৃষকেরা। গ্রাম সহ চা বাগান এলাকায় যে‌দি‌কে চোখ যায় দেখা যা‌চ্ছে যে নিচু এলাকার ‘শ ‘শ বিঘা মাঠ ভরা আধপাঁকা শাইল ধান ও সব‌জি খেত বৃ‌ষ্টি‌তে ভি‌জে জলের তলায় প‌ড়ে আ‌ছে। এ‌তে এক‌দি‌কে যেমন ধা‌ন ও সব‌জি‌তে পচন ধরার সম্ভাবনা র‌য়ে‌ছে অন্য‌দি‌কে ব্যাপক ভা‌বে পোঁকা মাক‌ড়েরও সংক্রামণও ঘট‌বে। সমস‌্যাগ্রস্থ চাষী‌দের কথায় গত মরশু‌মে অনাবৃ‌ষ্টির কার‌নে ধা‌নের ফলনও এবার তেমন যুঁতসই হয়‌নি। এ‌রইম‌ধ্যে ঘূর্ণীঝড় মি‌ধি‌লির আচরে তারা চরম দু‌শ্চিন্তায় র‌য়ে‌ছেন।

এ নি‌য়ে অ‌নে‌কে ম‌ন্দি‌রে মস‌জি‌দ ও গীর্জায় বি‌শেষ প্রার্থনা ক‌রে চল‌ছেন। অতিবৃ‌ষ্টির কব‌লে প‌ড়ে পাথারকা‌ন্দির লেয়াইর‌পোয়া কটাম‌ণি রাঙামা‌টি নাগরা ঝের‌ঝে‌রি মা‌নিকবন্ধ ক‌ন্টেকছড়া ইচা‌বিল বাজা‌রিছড়া শিবের‌গুল হা‌তি‌খিরা সলগই রাধাপ্যারী সাধূকু‌টি হ‌রিবাসর চাঁন্দ‌খিরা সোনা‌খিরা কলক‌লিঘাট কাঁঠালত‌লি তিলভূম মাডুগাঁও মেদ‌লি পুত‌নি চাম্পাবাড়ি ভূব‌রিঘাট আদম‌টিলা প্রভৃ‌তি এলাকার ভূক্ত‌ভোগী চাষীরা চ‌োখে শ‌র্ষের ফুল দেখ‌ছেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News