জল নেই, বিপাকে কৃষকরা

বরাক তরঙ্গ, ৩১ জুলাই, সোমবার,
ভারতের অর্থনীতি চাঙা রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে কৃষি ব্যবস্থা। আর বৈচিত্র্যময় জলবায়ুযুক্ত দেশে কৃষি উৎপাদনে জলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশী। এ ক্ষেত্রে ভারত সরকার মূলত তিনটি পদ্ধতি ব্যবহার করে। কূপ ও নলকূপ, জলাশয় এবং সেচ খাল।

এই তিন পদ্ধতি সঠিক ভাবে গড়ে উঠেনি বরাকে। এতে বরাকে প্রধান ক্ষেত ধান চাষ করতে জলের সমস্যায় ভুগছেন। চাষ করার অনুপাতে বৃষ্টি না হওয়ায় হাজার হাজার কৃষক বিপাকে পড়েছেন। বহু গ্রামে সরকারি জলসেচের কোন ব্যবস্থা নেই। চাষের কাজ বন্ধ হয়ে পড়েছে। যারা জলের ব্যবস্থা করতে পারছেন তারা কিছুটা এগিয়ে নিয়েছেন। হাজার হাজার কৃষক জলের অভাবে কৃষি কাজ বন্ধ রেখেছেন।

অসম সরকার কৃষি ক্ষেত্রে নানা পদক্ষেপ নিলেও এমনকি জলের অভাব দূর করতে সৌরশক্তি পরিচালিত নলকূপ বসানোর ব্যবস্থা করলেও বরাকের ৮০ শতাংশ গ্রামে এই প্রকল্প পৌঁছায়নি। সরকার ফসল উৎপাদন দ্বিগুণ করতে বারবার বয়ান পেশ করলেও কৃষকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে ব্যর্থ। এ ছাড়া বীজ, সারের দামও হাতের নাগালের বাইরে। শুধু তা নয়, ফসল উৎপাদনের পর উপযুক্ত মূল্য না পাওয়ায় গত কয়েক বছর থেকে ধানচাষ বাদ দিয়ে দিয়েছেন। গত বছর হাজার হাজার একর জমি চাষ করা হয়নি। জলসেচে ব্যবস্থা না হলে ভবিষ্যতে বরাকের কৃষকরা আরও সমস্যার মুখে পড়বেন।

Author

Spread the News