করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে বিদায়ী সংবর্ধনা ওমনিসিয়েন্ট ইংলিশ স্কুলের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টম্বর : করিমগঞ্জ জেলার বিদায়ী জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে সংবর্ধনা জানালো চুরাইবাড়ি ওকে ওমনিসিয়েন্ট ইংলিশ স্কুলের শিক্ষক ও ছাত্ররা। জেলা আয়ুক্তের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান ওই স্কুলের প্রধান শিক্ষক নাগাহরটিং পুংশক। সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড° শ্যামল প্রসাদ চৌধুরী, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। তাঁরা জেলা আয়ুক্তের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্থ সবল জীবন কামনা করেন।
এদিন ওমনিসিয়েন্ট ইংলিশ স্কুলের পড়ুয়ারা পাথারকান্দি কলেজ, করিমগঞ্জ বিএড কলেজ, সুতারকান্দি মডেল স্কুল সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড° মঞ্জুরুল হক উত্তরীয় দিয়ে বরণ করেন নাগাহরটিং পুংশক এবং এইচ এম আমির হোসেনকে। স্কুলের ছাত্রদের পক্ষে উপস্থিত ছিলেন রিনমিয়া পুংশক, জিৎ দাস, পাওয়ানুল পাতওয়াত, কাসেম আহমেদ, দেবজিত রবিদাস, নাসির উদ্দিন, লাকি শিলা, রেজাউল আহমেদ, আজাদুর রহমান, মাহমুদুল হাসান প্রমুখ।