ফকিরবাজার-লাতু সংযোগকারী সড়ক বেহাল, সংস্কার কাজে হাত দিলেন শিক্ষকরা
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ জুন : বেহাল সড়ক! অবশেষে সংস্কার কাজে হাত দিলেন শিক্ষকরা। উত্তর করিমগঞ্জের ফকিরবাজার লাতু সংযোগকারী এফএন রোডের ভাঙনস্থলে সংস্কার কাজে হাত লাগালেন
সরকারি চাকরিজীবী ও শিক্ষকরা। অভিযোগ মতে, দীর্ঘ দিন থেকে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এরই মধ্যে লঙ্গাই নদীর জলে তুড়ে তলিয়ে গেছে সড়কে অর্ধেক অংশ। অবশিষ্ট অংশ যে কোনো মূহূর্তে তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ লাতু ফকিরবাজার সড়কের আজাদ হাইস্কুলে লাগোয়া স্থানে বর্তমানে ভয়াবহ রূপ ধারন করেছে। মানুষের চলাচল করা মুসকিল হয়ে পড়েছে। এছাড়া এই স্থানটি যে কোনও সময় লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা, আইনজীবী সহ বৃহত্তর এলাকার হাজার হাজার জনগণ জীবনে ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। কেননা যাতায়াতের বিকল্প কোনও রাস্তা নেই। সড়ক সহ ভাঙন স্থলটি সংস্কারের জন্য এলাকাবাসী সরকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারকয়েক দাবি জানানো সত্য কোন কাজ হয়নি। সংলিষ্ট বিভাগ সহ স্থানীয় বিধায়ক, সাংসদ সহ জলসম্পদ বিভাগ সংস্কারের কোনও উদ্যোগ না নেওয়া অবশেষে বাধ্য হয়ে রবিবার নিজেদের মধ্যে থেকে চাঁদা সংগ্রহ করে সরকারি সড়কের বেহাল অংশের সংস্কারের হাত লাগালেন লাতু সজপুর ক্লাস্টারে শিক্ষক শিক্ষিকা ও সিআরসিসি সহ আইনজীবীরা।
এদিনের সড়কের সংস্কার কাজে শিক্ষদের সঙ্গে হাত লাগান বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী হাসিনা রহমান চৌধুরী। এছাড়া ছিলেন লাতু সজপুর ক্লাস্টারের শিক্ষক সিআরসিসি আব্দুল বাসিত, ময়ীনুল ইসলাম চৌধুরী প্রমুখ।