পাশ্চাত্য সংস্কৃতি প্রতিটি মুসলিম ঘরে প্রবেশ করতে চলেছে : ফখরুল ইসলাম

সৈদপুর ৪র্থ খণ্ডে ঈদে মিলাদুন্নবী কমিটির মহফিলে হামদ-নাতে রাসুল ও ওয়াজ মহফিল অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : অসাধারণ আলোচনা ও দোয়ায় সবাই মুগ্ধ। ঘণ্টাখানেক আলোচনায় কারও নেই নড়াচড়া, নেই কোন কথাবার্তাও। মনোযোগ সহকারে আলোচনা শুনলেন শ্রোতারা। ওই বক্তা আর কেউ নন বরাক উপত্যকার প্রথম সারির ইসলামি পণ্ডিত ভাগা বাজারের মাওলানা ফখরুল ইসলাম। সোমবার সৈদপুর ৪র্থ খণ্ডে ঈদে মিলাদুন্নবী কমিটি আয়োজন করে মহফিলে হামদ-নাতে রাসুল ও ওয়াজ মহফিল। রাত দশটা নাগাদ মহফিলের মঞ্চে উঠেন মওলানা ফখরুল ইসলাম। অতি প্রাঞ্জল ভাষায় ঘণ্টাখানেক বিশ্বনবী হজরত মুহাম্মদের জীবনাদর্শ ও যুব সমাজ এবং বর্তমান সমাজের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, পাশ্চাত্য সংস্কৃতি আজ প্রতিটি মুসলিম ঘরে প্রবেশ করতে চলেছে। মুসলিমদের চরিত্রকে কলঙ্কিত করতে বিশ্বজুড়ে এই প্রয়াস চলছে। তিনি বলেন, এক সময়ে টেলিভিশনের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি প্রচার প্রচার চলত আজ মোবাইলে মোবাইলে এই প্রচার চলছে। ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে অশ্লীল ছবি বা ভিডিও প্রতিনিয়ত প্রচার চলছে। যাতে যুবসমাজকে ধ্বংস করা যায় সেটাই লক্ষ্য তাদের। এ বিষয়ে যুবসমাজকে সতর্ক করে বলেন, এই সব থেকে নিজেকে প্রতিনিয়ত রক্ষা করতে হবে এবং রক্ষা করতে হলে হজরত মুহাম্মদ এর নির্দেশাবলী মেনে চলতে হবে।

পাশ্চাত্য সংস্কৃতি প্রতিটি মুসলিম ঘরে প্রবেশ করতে চলেছে : ফখরুল ইসলাম

এছাড়াও তিনি নামাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, ইসলাম কোনদিনই সন্ত্রাস সৃষ্টি করেনি, ইসলাম মানুষকে সঠিক পথ দেখায়। আর এর বাস্তব চরিত্র যুব সমাজের মধ্যে ফুটে উঠতে হবে। তিনি আক্ষেপের সুরে বলেন বর্তমান সময়ে গণমাধ্যমে কোন অপ্রীতিকর খবর চোখে পড়লে প্রথমেই দেখা যায় জড়িত রয়েছে মুসলিম যুবকরা। মাদক থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসায় কিছু সংখ্যক মুসলিম যুবক জড়িত রয়েছেন। তিনি তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই পথ থেকে সরে এসে ‘হালাল’ রোজগারের পথে আসতে হবে। এই কিছু সংখ্যক লোকের জন্য আজ হজরত মুহাম্মদ সহ ইসলাম ধর্মের বদনাম রটাচ্ছে। তিনি হজরত মুহাম্মদের সময়কালের মক্কার বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তিরা ছিলেন হজরত মাহমুদের অনুগামীরা। হযরত মুহাম্মদের আদর্শে মাত্র ১৩ বছরে বিশ্বের কোণায় কোণায় ইসলাম ছড়িয়ে পড়ে। অথচ কোন জোরজবস্তি এমনকি খুনখারাবি ছিল না। মোহাম্মদ বলেছিলেন ‘লাকুমদি নুকুমওলিয়াদিন’ যে যার ধর্মকে মানে মানুক আমি কোন আপত্তি করব না। আমি শুধু ইসলামের বার্তা পৌঁছে দেব। কোনটা সঠিক আর কোনটা বেঠিক আল্লহ বিচার করবেন। এভাবে নানা বিষয় তুলে ধরেন মওলানা ফখরুল ইসলাম।

পাশ্চাত্য সংস্কৃতি প্রতিটি মুসলিম ঘরে প্রবেশ করতে চলেছে : ফখরুল ইসলাম
বয়ান রাখছেন বাংলাদেশের বিশিষ্ট মওলানা শেখ মঈন আল কাদরি।

এ দিন বেলা দু’টা থেকে শুরু হয় মহফিল। মাহফিলের সভাপতির আসন অলঙ্কিত করেন শাহ সূফি জমিলুন্নবী চৌধুরী বাগপুরী। সহসভাপতি ছিলেন মওলানা ইয়ামিন উদ্দিন বারিকনগরী।

মহফিলে প্রধান অতিথি ছিলেন মওলানা সাবির আহমদ। ছিলেন বাংলাদেশের বিশিষ্ট মওলানা শেখ মঈন আল কাদরি। মুখ্য অতিথি হিসেবে ছিলেন মওলানা ফখরুল ইসলাম মওলানা ওয়াহিদুর রহমান প্রমুখ। মহফিলের শুরুতে বিশিষ্ট নাতখাঁ মওলানা কাসিম রেজা কাদরি, মওলানা গুলাম মুস্তফা ও মওলানা আমিনুল ইসলাম নাত পরিবেশন করেন। মহফিল পরিচালনা করেন হাফিজ মওলানা দিলোয়ার হুসেন লস্কর।

Author

Spread the News