রংপুরে উদ্ধার ৫ লক্ষ টাকার জাল নোট, ধৃত ১

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : শিলচর রংপুর এলাকা থেকে উদ্ধার হল ৫ লক্ষ টাকার জাল নোট। সঙ্গে জাল নোটের কারবারি আমিনুর রহমান ওরফে বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত বাবলু রংপুর ইঅ্যান্ডডি বাঁধ এলাকার বাসিন্দা। ঘটনা বুধবারের। গোপন সূত্রের খবরে এদিন রংপুর মধুরাপুল জিরো পয়েন্ট সংলগ্ন এক হোটেলে অভিযান চালিয়ে এই বিশাল অঙ্কের নকল নোট সহ অভিযুক্তকে বামাল পাকড়াও করে পুলিশ। তবে অন্য অভিযুক্ত হোটেল মালিক জিয়াউল ইসলাম পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী এদিন এক হাজারটি ৫০০ টাকার নকল নোট পাওয়া গিয়েছে বাবলুর কাছে। পলাতক জিয়াউলকে পাকড়াও করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রংপুরে উদ্ধার ৫ লক্ষ টাকার জাল নোট, ধৃত ১

Author

Spread the News