শিলচরে বিপিনচন্দ্র পালের জন্মদিবস পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : স্বাধীনতা সংগ্ৰামী বিপিনচন্দ্র পালের ১৬৭ তম জন্মদিবস পালন করল প্রতিমূর্তি সংরক্ষণ স্মৃতিরক্ষা কমিটি।বৃহস্পতিবার সকাল নয়টা থেকে প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে শিলচর পুরসভা কার্যালয়ে উল্টোদিকে স্থাপন করা স্বাধীনতা সংগ্ৰামী বিপিন চন্দ্র পালের আবক্ষ মূর্তিতে মাল্যদান সহ এক সভার আয়োজন করা হয়।

সভার প্রথমে স্বাধীনতা সংগ্ৰামী বিপিনচন্দ্র পালের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উক্ত কমিটির শ্যামলকান্তি দে, সম্পাদক প্রবীর রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক উত্তম কুমার সাহা, গৌতমপ্রসাদ দত্ত, বুদ্ধ পাল, পার্থপ্রতিম দাশ, শিলচর পুরসভার পক্ষ থেকে সৌরভ দেব, লেখক ও নেতাজি গবেষক নীহার রঞ্জন পাল, তৈমূর রাজা চৌধুরী, মিলন লস্কর, দুলাল মিত্র, প্রাক্তন অধ্যাপক পরিতোষ দত্ত, গুরুচরণ কলেজের অধ্যাপক অপ্রতিম নাগ, নন্দদুলাল সাহা, প্রাক্তন পির কমিশনার সাধন পুরকায়স্থ, আজমল হোসেন চৌধুরী, হাসনা আরা শেলী, পীযূষ চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। এরপর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় লেখক ও নেতাজি গবেষক নীহাররঞ্জন পাল বলেন, ভারতে বিপ্লবী চিন্তারজনক ছিলেন বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পালের জীবনীর বিভিন্ন বিষয় নিয়ে তথ্যানুগত ভাবে আলোকপাত করেন। কমিটির যুগ্মসম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেন,বিপিন চন্দ্র পাল একজন স্বাধীনতা সংগ্রামীর পাশাপাশি  একজন বিপ্লবী, কবি-লেখকও ছিলেন। বিপিন চন্দ্র পাল বাঙালির একজন অন্যতম প্রতিবাদী নেতাও ছিলেন। তাঁর মতো প্রতিবাদী বিপ্লবী চিন্তাধারার বাঙালি নেতা আজও নেই। তিনি আরও বলেন,আসামে বাঙালিদের অস্তিত্ব রক্ষা করতে হলে, বাঙালিদেরকেই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

শিলচরে বিপিনচন্দ্র পালের জন্মদিবস পালন

প্রাক্তন অধ্যাপক পরিতোষ দত্ত বলেন, বিপিন চন্দ্র পালের জীবনীর আলোকপাতের পাশাপাশি আসামে বাঙ্গালীদের বিভিন্নভাবে চলে আসা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা উল্লেখ করেন। সম্পাদক প্রবীর রায়চৌধুরী স্বাধীনতা সংগ্ৰামী বিপিন চন্দ্র পালের জীবনীকে ঘিরে আগামী প্রজন্মের আলোচনা করার প্রয়োজন রয়েছে বলেন, আগামী প্রজন্ম স্বাধীনতা সংগ্ৰামীদের জীবনীকে জানানোর বর্তমান একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন।এদিনের সভাটি পরিচালনায় ছিলেন সাধন পুরকায়স্থ। অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অপ্রতিম নাগ, পার্থ প্রতিম দাশ, নন্দ দুলাল সাহা, শ্যামলকান্তি দেব প্রমুখ। পীযূষ চক্রবর্তীর ধন্যবাদসূচক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Author

Spread the News