ভুবনেশ্বর সাধুঠাকুরের আবির্ভাব তিথি মহোৎসব পালন পাথারকান্দিতে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাথারকান্দিতে ১৫৫তম ভুবনেশ্বর সাধুঠাকুরের আবির্ভাব তিথি মহোৎসব পালন করা হল। মঙ্গলবার চারদিন ব্যাপী চলা আবির্ভাব তিথি মহোৎসব সম্পন্ন হয়। পাথারকান্দির ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনেল কালচারেল সেন্টারে ২ নভেম্বর সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস সংকীর্তন ও পরদিন ৩ নভেম্বর ভোরে ১৫৫ টি প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল আরতির পর সাধুঠাকুরের চিত্রপট সহ নগর পরিক্রমা করে সমস্ত দিনব্যাপী চলতে থাকে বিভিন্ন অনুষ্ঠান।
৪ নভেম্বর সকালে মঙ্গল আরতি পর দুপুরে জেলা ভিত্তিক চিত্রঙ্কণ ও ভক্তিমূলক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে হরিনাম সংকীর্তন ও সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে জমজমাএ সাংস্কৃতিক সন্ধ্যা আসর চলে। পরদিন ৫ নভেম্বর অর্থাৎ অনুষ্ঠানের অন্তিম দিন সকাল মঙ্গল আরতির পর দুপুরে ক্যুইজ ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়। পর সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। চারদিনব্যাপী অনুষ্ঠান সবার সার্বিক সহযোগিতায় সুন্দর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মহোৎসব উদযাপন কমিটি কর্মকর্তারা।