বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : মরিগাঁওয়ে ভুয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দাখিলের অভিযোগে এক গ্রামপ্রধানকে পদচ্যুত করেছে জেলা প্রশাসন। ভুরাগাঁও সার্কলের অন্তর্গত লাহরিঘাট মৌজার ধূপগুড়ি, ভূঞাবাড়ি পাম ও ভূঞাবাড়ি পথার কিছামতের গ্রাম প্রধানের ভুয়া শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের অভিযোগে এক গ্রাম প্রধান নিজের পদ হারান।
জানা গেছে, ধূপগুড়ি, ভূঞাবাড়ি পাম ও ভূঞাবাড়ি পথারের গ্রাম প্রধান হিসেবে ঘনকান্ত দৈমারিকে ২৯/৪/২০২৩ তারিখে নিযুক্তি দেন। তবে তার নিয়োগের পরেই ভুয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে গ্রাম প্রধান হিসেবে ঘনকান্ত দৈমারি নিয়োগ পেয়েছেন বলে দীপকুমার দেউরি একটি আপিল মামলা দায়ের করে। এই অভিযোগের শুনানি এবং গ্রামপ্রধান ঘনকান্ত দৈমারির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পরীক্ষা করার জন্য তামিলনাডু সচিবালয়ের প্রতিবেদনের উপর ভিত্তি করে তার শিক্ষাগত যোগ্যতার ভুয়া প্রমাণিত হন। এই প্রমাণের ভিত্তিতে অসম সরকারের ভূমি সংরক্ষণ ও জরিপ বিভাগের সঞ্চালকের একটি নির্দেশনা জারি করেন। এই নির্দেশনায় মরিগাঁও জেলাশাসকে ঘনকান্ত দৈমারিকে গ্রামপ্রধানের পদ থেকে অবিলম্বে অপসারণের নির্দেশ দেন। আদেশে আরও বলা হয়, সার্কেল অফিসারে তার কাছ থেকে গ্রামপ্রধান পদ সংক্রান্ত সকল সিল-মোহর ও নথিপত্র বাজেয়াপ্ত করতে।


