চোখের ছানি নির্ণয়ে চক্ষু পরীক্ষার শিবির, ১৭ রোগীর অস্ত্রোপচার সম্পন্ন

বরাক তরঙ্গ, ২৭ মে : লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের উদ্যোগে, লায়ন্স চক্ষু হাসপাতাল ও ভ্যালি স্ট্রং সিমেন্টের সহযোগিতায় কাটাখাল পাতিকর কো-অপারেটিভ সোসাইটিতে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মোট ১৩৪ জনের চোখের পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৭ জন রোগীর চোখে ছানি (ক্যারেরেক্ট) শনাক্ত করা হয়। পরে চিহ্নিত সকল রোগীদের শিলচর লায়ন্স চক্ষু হাসপাতাল-এ পাঠানো হয়। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে তাদের ইন্ট্রা ওকুলার লেন্স অস্ত্রোপচার করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চশমা প্রদানেও উদ্যোগ নেওয়া হয় এবং মোট ২৫ জনকে চশমা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এই জনকল্যাণমূলক কার্যক্রমে লায়ন্স ক্লাব অব বাদরপুর গ্রেটার-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

চোখের ছানি নির্ণয়ে চক্ষু পরীক্ষার শিবির, ১৭ রোগীর অস্ত্রোপচার সম্পন্ন

এতে উপস্থিত ছিলেন প্রদীপ্ত কুমার দে, চিরণ্ময় পাল চৌধুরী, সুজিত কর, শপ্তর্ষি দে, অনুপম ঘোষ, অভয়কুমার জৈন, সমরজিৎ চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট লক্ষীদত্ত গুপ্ত, অনুরাধা বোস। চক্ষু পরীক্ষার জন্য বিশেষভাবে সেবা প্রদান করেন শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ সমাজপতি ও তাঁর দল। লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের পিআরও শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

চোখের ছানি নির্ণয়ে চক্ষু পরীক্ষার শিবির, ১৭ রোগীর অস্ত্রোপচার সম্পন্ন
Spread the News
error: Content is protected !!