বিশিষ্ট সমাজকর্মী খসরুল হক প্রয়াত, বুধবার জানাজা
বরাক তরঙ্গ, ২৭ মে : পাথারকান্দি মামবাড়ি গ্রামের বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবী খসরুল হক আর নেই। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। খসরুল হকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মামবাড়ি গ্রাম সহ আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান, চার ভাই, চার বোন এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী। বিনয়ী আচরণ, উদার মন, সৎ চিন্তার বাহক ছিলেন খসরুল হক। এসব গুণে সবার প্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের সদস্যা আইনজীবী মমতাজ বেগম, শ্রীভূমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কবির আহমেদ, পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা পিলু, রাইজর দলের নেতা মওলানা ওয়াহিদজ্জামান গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, প্রয়াত খসরুল হক ছিলেন ফরিদকোনা-দোহালিয়া জিপির প্রাক্তন সভানেত্রী আয়েশা বেগমের স্বামী। বুধবার সকাল দশটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।