তীব্র তাপপ্রবাহ, জলাধারে লক্ষ লক্ষ মাছের মৃত্যু

২ মে : এল নিনো’র কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে চলছে তীব্র তাপপ্রবাহ। যার ফলে ভিয়েতনামের ডং নাই প্রদেশের একটি জলাধারে লক্ষ লক্ষ মাছের মৃত্যু হল। সেগুলি ভেসে উঠেছে জলাধারে। দেশটির ত্রাং বোম জেলার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সং মে জলাশয়ের সব মাছ তীব্র গরমে ও জলের অভাবে মারা গেছে। গত ১০ দিন ধরে মরা মাছের গন্ধের কারণে পরিবেশ দূষণ হয়েছে।

জানা গেছে ওই অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হয়নি। জলাধারে যে পরিমাণ জল ছিল তা মাছের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত নয়। ওই জলাধারের জল ডং নাই প্রদেশের ত্রাং বোম এবং ভিন কু জেলায় কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়।

Author

Spread the News