১ ডিসেম্বর : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও তীব্র আলোচনার জন্ম দিয়েছে, যেখানে এক যুগলকে রেলের ফাঁকা ট্র্যাকের ওপর দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলায় বিপজ্জনকভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই কাণ্ড অবাক করেছে নেটিজেনদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হলুদ শাড়ি পরিহিত এক যুবতীকে নিয়ে এক যুবক রেলের পাটির ওপর বসে প্রেম করছেন এবং একে অপরকে আলিঙ্গন করছেন।
তারা যে ট্রেনটির তলায় বসেছিলেন, সেটি আচমকাই চলতে শুরু করে। উপরে মালগাড়ি নড়তে শুরু করার সাথে সাথেই প্রেমে মগ্ন যুগলটির মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। নিজেদের বাঁচাতে দ্রুত তারা হামাগুড়ি দিয়ে ট্র্যাক থেকে দূরে সরে আসে। চরম বিপদ থেকে কোনোক্রমে তারা রক্ষা পান। ভিডিওটি দেখতে অত্যন্ত ভয়ানক হলেও, এটি যে ইচ্ছাকৃতভাবে ভাইরাল হওয়ার জন্য বানানো হয়েছে, নাকি নিছকই না জেনে করা ভুল, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটির উৎস বা সময় সম্পর্কেও কোনও নির্ভরযোগ্য খবর নেই, তবে এটি ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়েছে।
https://x.com/nehraji778/status/1994401703928742042?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1994401703928742042%7Ctwgr%5E70f786dfbfda9627494ea0e59fd42af9de4d8852%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
এই ভাইরাল ভিডিও দেখে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ যুগলটির চরম সাহসিকতা এবং বিপজ্জনক কাজ দেখে হাসাহাসি করছেন, আবার অনেকে এমন চরম দায়িত্বজ্ঞানহীনতার জন্য তাদের কঠোরভাবে সমালোচনা করেছেন। একজন মন্তব্য করেছেন, “একটা চুমুর জন্য জীবন বাজি রেখে দিল,” আবার অন্য একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “কীভাবে এমন প্রতিভাবান মানুষজন আছেন! একটা সীমা থাকা উচিত।”
খবর : এক ঝলক।


