গোশালা নিয়ে ইসকনের বিরুদ্ধে বিজেপি সাংসদ মেনেকার বিস্ফোরক অভিযোগ

২৭ সেপ্টেম্বর : দেশের সবচেয়ে বড় প্রতারক সংস্থা হল ইসকন। বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ মানেকা গান্ধীর। তারা নিজেদের গোশালার গরু কসাইদের কাছে বেচে দেয়। ইসকন তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, মানেকার অভিযোগ ‘ভিত্তিহীন ও মিথ্যে’।

অভিযোগ ‘ভিত্তিহীন ও মিথ্যে’ বলল ইসকন____

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা পশুপ্রেমী হিসেবেও সুপরিচিত

পশুহত্যার বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে। ইসকনের বিরুদ্ধে একটি ভিডিওয় এবার বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছে, “ইসকন দেশের মধ্যে সবচেয়ে বড় প্রতারক। ওরা গৌশালা চালায় এবং সরকারের থেকে সুবিধা নেয়।”

তিনি অন্ধ্রপ্রদেশে ইসকনের অনন্তপুর গৌশালা পরিদর্শনের অভিজ্ঞতার কথা সকলকে বলেন। জানান, সেখানে তিনি যত গরু দেখেছেন সব কটিই দুগ্ধবতী। একটিও এমন কোনও গরু ছিল না যারা দুধ দেয় না। কোনও বাছুরও ছিল না।

এখানেই থামেননি বিজেপি সাংসদ। আরও একধাপ এগিয়ে মানেকা বলেন, ‘এরা রাস্তায় নেমে হরে রাম-হরে কৃষ্ণ বলে গান করে, বলে যে দুধ খেয়েই ওঁরা দিন কাটায়, কিন্তু কসাইদের কাছে ওঁরা যত গরু বিক্রি করেছে, এমনটা খুব কমই কেউ বিক্রি করেছে।’ মানেকার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলের বহু নেতানেত্রী এই বিজেপি সাংসদের বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তিনি বলেন, ইসকন যদি এমন করে অন্যরা কী করবে।

Author

Spread the News